Monthly Archives: নভেম্বর 2012

আজও কি পরে মনে

glasswing-butterfly

মনে কি পরে সেদিন, যেদিন আমায় প্রথম দেখেছিলে?
চেয়ে ছিলে অবাক বিস্ময়ে, তারার মত চোখ দুটি মেলে!
আমার পানে চেয়ে অবাক তুমি হয়েছিলে বিহ্বল দিশাহারা,
কখন যেন ডেকেছিলাম নামটি ধরে, দিতে পারনি সারা।

আধো লাজে আনমনে কি বলতে চেয়ে খুঁজে পাওনি ভাষা
হৃদয়ে ছিল কত দিনের জমে থাকা সাগর সম মরু তৃষা।
সাঁঝের আলো হয়ে  এসেছিলে মরু সম জীবন আঁধারে,
যাবার বেলায় শুধু বলেছিলে, তুমি রয়েছ মনের দুয়ারে।
আরো বলেছিলে, কেমন আছ? এতদিনে আবার হল দেখা!
এই কি ছিল তোমার আমার জীবনের ছিন্ন পাতায় লেখা?
সেই তুমি আজ বদলে গেছ কত, পড়ে না আজ আমায় মনে
কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে চেয়ে ছিলে দূর হাস্না হেনার বনে।
সেই ছিল শেষ দেখা বুঝিনিতো আমি, ছিল ভুলেরই হাতছানি,
তোমার আমার এই বিরহের কথা তারায় তারায় করে কানাকানি।
ব্যস্ত তুমি আপনাকে নিয়ে, নিজেকে ভুলে যেতে বিলিয়ে দিয়েছ
শত কাজের মাঝে, সে দিনের কথা আজও কি পরে মনে?

(****) আসুন, আমরা আমাদের আগামীর জন্য  সুন্দর,  নিরাপদ এবং সুস্বাস্থকর এই তিলোত্তমা ঢাকা মহানগরী রেখে যাই। প্রানের এই ঢাকা শহর আমাদের অনেক দিয়েছে, আমরাও তাকে কিছু দিয়ে যাই!

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems