Category Archives: poems

আজও কি পরে মনে

glasswing-butterfly

মনে কি পরে সেদিন, যেদিন আমায় প্রথম দেখেছিলে?
চেয়ে ছিলে অবাক বিস্ময়ে, তারার মত চোখ দুটি মেলে!
আমার পানে চেয়ে অবাক তুমি হয়েছিলে বিহ্বল দিশাহারা,
কখন যেন ডেকেছিলাম নামটি ধরে, দিতে পারনি সারা।

আধো লাজে আনমনে কি বলতে চেয়ে খুঁজে পাওনি ভাষা
হৃদয়ে ছিল কত দিনের জমে থাকা সাগর সম মরু তৃষা।
সাঁঝের আলো হয়ে  এসেছিলে মরু সম জীবন আঁধারে,
যাবার বেলায় শুধু বলেছিলে, তুমি রয়েছ মনের দুয়ারে।
আরো বলেছিলে, কেমন আছ? এতদিনে আবার হল দেখা!
এই কি ছিল তোমার আমার জীবনের ছিন্ন পাতায় লেখা?
সেই তুমি আজ বদলে গেছ কত, পড়ে না আজ আমায় মনে
কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে চেয়ে ছিলে দূর হাস্না হেনার বনে।
সেই ছিল শেষ দেখা বুঝিনিতো আমি, ছিল ভুলেরই হাতছানি,
তোমার আমার এই বিরহের কথা তারায় তারায় করে কানাকানি।
ব্যস্ত তুমি আপনাকে নিয়ে, নিজেকে ভুলে যেতে বিলিয়ে দিয়েছ
শত কাজের মাঝে, সে দিনের কথা আজও কি পরে মনে?

(****) আসুন, আমরা আমাদের আগামীর জন্য  সুন্দর,  নিরাপদ এবং সুস্বাস্থকর এই তিলোত্তমা ঢাকা মহানগরী রেখে যাই। প্রানের এই ঢাকা শহর আমাদের অনেক দিয়েছে, আমরাও তাকে কিছু দিয়ে যাই!

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

পথিকের গান

UK Ice river

ছবিঃ বরফ নদী, বার্মিংহাম

আমিও পথিক, গাই পথিকের গান
দেশ বিদেশে ঘুরে এসেছি হিন্দুস্থান।
কত রঙ, আরো কত আছে তামাশা
আছে সবই শুধু নেই ভালবাসা।

পাঞ্জাব সিন্ধু গুজরাট ইলোরা
প্যারিস রোম হয়ে এসেছি আগ্রা।
তেহরান কাবুল দুবাই সোমালিয়া
টেক্সাস টরন্টো ফিলাডেলফিয়া।
পথে পথে ঘুরেছি, কত সাগর তীরে
হেঁটেছি সকাল সাঁঝে, জনতার ভীড়ে।
খুঁজেছি হৃদয়ের ঠিকানা, লোকালয়ের কাছে
পাইনি কিছু, হতাশ আমি কুহেলিকার মাঝে।
বেলা বয়ে যায় হাসি কান্নায়
শীত বসন্ত মিছে গান গায়।
কে আছ কোথায় বল শুনি বিধান
পশুতে মানুষে কি আছে ব্যবধান?
চীন জাপান হাওয়াই হংকং মালয়েশিয়া
ব্যংকক ফিলিপাইন সিঙ্গাপুর ইন্দোনেশিয়া।
ওড়ে ওই আকাশে বাতাসে রঙ্গীন ফানুষ
সাজান আছে সব দেখি নাই  কোন মানুষ।
এ কোন পৃথিবী দেখেছি এত দিন
মনের জানালায় ওড়ে ধূলি রঙ্গীন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

ঈদের বাজার

একটা মোটে গিন্নী আমার বড়ই হৃদয়বান
এবার ঈদে শাড়ি না পেলে করবে সে জান কোরবান।
ইফতারির আগে সেদিন এগিয়ে দিল এক লিস্টি
ভাবলাম বুঝি কিনতে আমায় বলবে কিছু মিষ্টি।

পড়ে দেখে প্রাণটা আমার চাইল, ছেড়ে যেতে খাঁচা
মনে বলে পরেছিস ফান্দে এবা্‌র, জানটা এখন বাঁচা।
ফর্দে লেখা চারটা শাড়ি তার দুইটা বেনারসি
একটা হল জামদানী আর একটা আনারসি।
জুতা স্যান্ডেল লাগবে কতেক মার্কা হবে বাটা
আরাম আয়েস সবই হবে থাকবে সুখে পা’টা।
তারই  সাথে থাকবে সব ম্যাচিং করা হাতের চুরি,
কানের দুল, গলার মালা মেলবে না তার জুরি।
নেইল পালিশ, লিপস্টিক আর চোখের কাল কাজল
সাজব আমি থাকবে লোকে চোখটি মেলে সজল।
একটু পরে মেয়েরা সব দল বেধে এল বাবার কাছে
এসেই দেখে বাবার পাশে চুপটি করে মা বসে আছে।
মায়ের মত ভাবটি ধরে বলল হেসে হেসে
কিচ্ছুটি আর যায়না পাওয়া এই পোরার দেশে।
ইদের পোষাক কিনতে আমরা যাব সিঙ্গাপুরে
ইচ্ছে যদি কর তুমি যেতে পার মহানন্দের টুরে।
বললাম আমি হতাশ হয়ে, লাগবে কত টাকা
জীবন আমার নরবরে নেই যে চলার চাকা!
টাকা অতি তুচ্ছ ব্যাপার লিখে দাও একটা চেক
দশ নয়ত বিশ লাখের মাঝেই সব মানিয়ে নেব বেশ।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

ফাগুন বেলা

UK Severn River

ছবিঃ ব্রিটেনের স্যাভার্ণ নদী, বৃস্টল থেকে কার্ডিফ যাবার পথে।

দিগন্ত বিস্তৃত মেঠো প্রান্তর
সময়ের হাত ধরে চলে নিরন্তর।
আকাশে ওড়ে সাদা মেঘের ভেলা
শান্ত অশান্ত উদাসী বালুকা বেলা।
ছোট ছোট গাং চিলে করে কানাকানি
এমনি হল তোমার আমার  জানাজানি।
বাসব ভাল, বুকের কোণে প্রদীপ শিখা জ্বেলে
যেখানে মিশেছে আকাশ আর সাগরের নীলে।
তেমনি করে শুধু চেয়ে রব নীরব আমি
তোমার মুখপানে, নিরবধি অবাক বিহ্বলে।

গুন গুন শোনাবে ঘুম পারানি গান
মায়াবী রাতে আঁধারের কলতান।
ঝিরি ঝিরি বইবে বাতাস, আসবে যখন ফাগুন
হৃদয় মাঝে জ্বালব তখন ভালবাসার আগুন।
সেই আগুনের পরশ নিয়ে একটু দিও ছোঁয়া
দিবানিশি দেখবে তাই ভুবন ভরা মায়া।

আমায় তুমি দিও শুধু একটু সময় ঋণ
তোমায় আমি দেব তাই ভালবাসার দিন।
ফুরাবে না এই জনমে রেখ যতন করে
ভালবাসার সোহাগ মেখে সোনার খাঁচায় ভরে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

বারটি বছর পরে

Photobucket

ছবিঃ এবে পার্কে শীতের শেষে ডেফডিল, লেস্টার, ইংল্যান্ড।

পূর্ব সূত্রঃ বারটি বছর আগে

আমি তো তেমনই আছি যেমন দেখেছিলে বারটি বছর আগে,
এখনও তোমার আশায় পথ চেয়ে বসে থাকি শিউলি তলে।
কোথা থেকে কি ঝড় বয়ে গেল, হয়ে গেল সব এলো মেলো,
কত যতনে গাঁথা কুড়ান ফুলের মালা খানি শুকিয়ে গেল।

যে মালা গেঁথেছিলাম শুধু তোমায় পরাব বলে আপন হাতে
আকুলিত ছিল এ মন, বাঁধব ঘর তুমি আমি একই সাথে।
জোনাক জ্বলা কোন রূপালী রাতে হারিয়ে যাব দূর তেপান্তরে
গানে গানে কইব কথা দোলন চাঁপার গন্ধ ভরা আবেশে।

এখনও শিউড়ে উঠি ক্ষণে ক্ষণে ঝোপের পাশে পেঁচার ডা্কে,
ভাবি একা আনমনে, এই বুঝি তুমি এলে আজ আমারই দ্বারে।
জানো না তো হায় তুমি রয়েছ  তেমনি হৃদয়ের গহীনে
সাঁঝের আলো হয়ে, বলনা তুমি এত দিন কোথায় ছিলে?

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

বারটি বছর আগে

  Photobucket
ছবিঃ ইন্টারনেট

তুমি কি এখনও আছ বারটি বছর আগের মত
পথ চেয়ে দাঁড়িয়ে থাক শিউলি গাছের নিচে
রাতের আঁধারে ঘুম ভেঙ্গে জানালায় খুঁজে দেখ
জোনাকিরা আছে নাকি আমার পথের পাশে।

এখনও কি শিউরে ওঠ যদি শোন লক্ষ্মী পেঁচার
ডাক, আলো আঁধারি আকাশে তারার মিছিলে
ফুটেছে কিনা একটু আলো আমার চলার পথে
ভেবে সারা হও অনুক্ষণ জানালার ধারে বসে।

এখনও কি ভুলে যাও দিয়েছ কিনা কপালের
টিপে চন্দন, রেখেছ কি লুকিয়ে আমার চিঠি
বালিশের নিচে, চমকে ওঠ কি অকারণে
কি কথা কইবে আমায় একান্তে কানে কানে।

বারটি বসন্ত কেটে গেছে তোমাকে না বলে
কেউ তো আসেনি আজো তোমার ছায়া নিয়ে
তুমি কি তেমনি আছ যেমন ছিলে বারটি বছর
আগে, দোলন চাঁপার গন্ধ হয়ে জোসনা ভরা রাতে।

শুকতারা নিভেছিল তোমার প্রাণের পরশে
কত কি বলেছিলে শিশির ঝরা আকাশের নিচে
আরো কিছু বলনি আধো লাজে আধো আভাসে
কিছু কি বলতে চেয়েছিলে হাত রেখে হাতে?

তোমার এই পথ চাওয়া হারিয়েছে কি আপন মনে
শুনেছ কি, কি কথা বলে যায় হংস বলাকার সারি
দুপুরের নির্জনে ঘুঘুর ডাকে নেমে আসে বিরহীর
অশ্রুজল, কত কথা জমে আছে কইবে গানে গানে।

কত নিশি গেছে এমনি করে তোমারই বিরহে
একা একা কথা কয়ে আকাশের তারার সাথে
বকুলের কত গন্ধ ভেসে গেছে সাগরের ওপাড়ে
শুক সাড়ি উড়ে গেছে হায় দূর নীলিমার পানে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

সিক্ত অনুরণন

Photobucket
ছবিঃ তাসমিনা খালিদ এশা
জোছনার রংধনু থেকে চন্দন এনেছি তোমায় সাজাব বলে,
আকাশের তারা এনেছি মালা গেঁথে তোমায় পরাব গলে।
সাগর তলে রূপ নগরে বেঁধেছি তোমার জন্যে ছোট্ট বাসা,

বাঁকা চাদের কানের দুল পরাব তোমায় সেইতো ছিল আশা।

নীল যমুনার জলে ভেজা নীলাম্বরী শাড়িতে ঢেকে দেহ লতা
জোনাকির দ্বিপ জ্বেলে মেঠো পথের ধারে বসে কইব যত কথা।
পারিজাতের গন্ধ ভরা ফাল্গুনি হাওয়ায় দুলব দুজনে ঝুলন মেলায়
দূর গগনে শুক্লা তিথির চাঁদ থাকবে চেয়ে তারাদের ছায়ায়।

বরষার মেঘ ডেকে আনে যদি শুভ্র বসনা ঝুর ঝুর কামিনী
হেমন্তিকা ছড়াবে হেসে গোধূলির পরে মধু গন্ধ ভরা মধু যামিনী।
ফাগুন বলবে এসে কি কথা বল এত শুনি শুধু দুজনার কানাকানি
সপ্ত ঋষি বলবে হেসে নিরালায় কইবে কথা নয়ত হবে জানাজানি।

শুকতারা ভালবেসে বসবে এসে সোহাগ করে তোমার কপালের টিপে
সাগরে ভেসে যাব তুমি আর আমি দুজনে মিলে দূর অচেনা দ্বীপে।
যেখানে শুধু ভালবাসব তুমি আর আমি নিরবধি কারণে অকারণে
দুরন্ত নীল ঢেউ দুলবে হাওয়ায় নীল জোছনায় সিক্ত অনুরণনে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

সুমধুর আজান

হারিয়েছি ফজর ঘুমের ঘোরে
যোহর গেল সেই কোন প্রহরে।
আসরে চেয়ে দেখি আর নাই বেলা
মাগরিব গেল যখন করি খেলা
এশা যে কখন এসেছিল বুঝি নাই অন্ধ মোহে।

আমার পাপের হিসাব জমেছে কত তোমার খাতায়
হে করুণাময় পরওয়ারদিগার ক্ষমা কর তুমি আমায়।
সকল কাজ ফেলে যেন যাই ছুটে তোমারই ঘরে
দু হাত তুলে মুনাজাত করি যেন ইবাদতের পরে।
পার কর হে রহমানুর রহিম, হৃদয়ে ভাসিয়ে দাও
তোমার নামের মহান মহিমা ভরা রহমতের নাও।
রুধির ধারা বহিয়ে দাও তোমার প্রেমের স্রোতে
মরমে বেধে সুর আজানের মাঝে সন্ধ্যা প্রভাতে।
যে সুর তুমি দিয়েছ আজানের মাঝে ধরণীর পরে
সেই সুর বাজুক দিনমান আমার প্রাণে আমার ঘরে।
তোমার আমি যেন পাই আমাকে খুঁজে তোমারই মাঝে
ইবাদত বন্দেগী করি যেন দিবা নিশি আর সকাল সাঁঝে।
শয়তানের ছলনা যত আছে সব যেন চলে যায় দূরে
আজানের ধ্বনি এসে বাজুক আমার বুকে সুমধুর সুরে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

শ্রাবণ গগনে

<Digimax S1030 / Kenox S1030>
ছবিঃ তাসমিনা খালিদ

সঘন শ্রাবণে মেঘলা গগনে
এলো যে বরষা হায় এলো যে মনের বনে।


রিমঝিম কলতানে অবিরাম গাছের পাতায়
তোলে গুঞ্জণ। যুঁই চামেলির পাতায় পাতায়
লাগে শিহরণ,  কানে কানে কি গান গেয়ে
ঝিরি ঝিরি বাদল ফোটা মনে যায় দোলা দিয়ে?
জানালার ওপাশে পুকুরের বুকে টুপটুপ ঝরে বৃষ্টি
মনে হয় যেন আর কোন দিন ফেরাব না দৃষ্টি।
এ যেন আকাশের জলকেলি পুকুরের সাথে
নদী নালা সবকিছু একাকার মাঠে আর ঘাটে।

দোলনচাঁপার পাপড়ি গুলো নুয়ে বলে কাছে এস
শালুকের পাতা বলে থির থির কেঁপে, আমায় ভালবেসো!
কামিনী কাঞ্চন ফুটে আছে কত বাগানের ওই ধারে
সুর ভরা এই দিনে সবই আছে শুধু তুমি নেই পাশে!
খালে বিলে জল রাশি ঝুরঝুর ঝুরছে
বাগানে কত কুসুম কলি হেসে হেসে ফুটছে।
মন বলে শোন, এমন দিন যেন হয় না বৃথা
কাছে যদি আস তুমি কানে কানে কব কত কথা।
সবইতো রেখেছি সঞ্চীয়ে মনের গোপন কুঠিতে
যে কথা যায় না বলা সখী আভাসে আর চিঠিতে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems

চাঁদ হাসে তারা হাসে

এখানে আপনার মন্তব্য রেখে যান

Filed under poems